তোমার আঁখির কসম সাকি

শেয়্‌র্‌:- তোমার আঁখির কসম সাকি
চাহি না মদ আঙুর পেষা।
তোমার ও- নয়নে চাহি
ধরে গো শারাবের নেশা।।

তব মদালস ঐ আঁখি
সাকি দিল দোলা প্রাণে।
বাদল-হাওয়া এ গুলবাগে
বুলবুল কাঁদে গজল গানে।।

গোলাব ফুলের নেশা
ছিল মোর ফুলেল ফাগুনে,
শুকায়ে গেছে ফুলবন
নাহি গোলাব গুলিস্তানে।।

শুনি সাকি তোমার কাছে
ব্যথা ভোলার দারু আছে,
হিয়া কোন অমিয়া যাচে
জান তুমি, খোদা জানে।।

দুখের পসরা লয়ে
কী হবে কাঁদিয়া বৃথা,
নসিব গিয়াছে যখন,
যাক ঈমান শারাব পানে।।

[পিলু মিশ্র- কার্ফা]