তোমায় দেখি নিতুই চেয়ে চেয়ে

স্ত্রী: তোমায় দেখি নিতুই চেয়ে চেয়ে
ওগো অচেনা বিদেশি নেয়ে॥
পুরুষ: যেতে এই পথে তরী বেয়ে
দেখি নদীর ধারে তোমায় বারে বারে
সজল কাজল বরণী মেয়ে॥

স্ত্রী: তোমার তরণীর আসার আশায়
বসে থাকি কূলে কলস ভেসে যায়।
পুরুষ: তুমি পরো যে শাড়ি ভিন গাঁয়ের নারী
আমি নাও বেয়ে যাই তারি সারি গান গেয়ে।
স্ত্রী: গাগরির গলায় মালা জড়ায়ে
দিই তোমার তরে বঁধু স্রোতে ভাসায়ে॥

পুরুষ: সেই মালা চাহি’, নিতি এই পথে গো
আমি তরী বাহি।
উভয়ে: মোরা এক তরীতে একই নদীর স্রোতে
যাব অকূলে ধেয়ে॥