তুমি আর একটি দিন থাকো

তুমি আর একটি দিন থাকো।
হে চঞ্চল, যাবার আগে
মোর মিনতি রাখো॥

আমি ভালো ছিলাম ভুলে একা
কেন নিঠুর দিলে দেখা,
তুমি ঝরা-ফুলে গাঁথ্লে মালা
গলায় দিলে না কো॥

তোমার কাজের মাঝে আমায় ভোলা
সহজ হবে, স্বামী,
কেমন ক’রে এক্লা ঘরে
থাকবো ভুলে আমি।

নিবু নিবু প্রদীপ আশার
তুমি জ্বালিয়ে দিলে যদি আবার,
প্রিয় নিভ্তে তারে দিও না আর
আদর দিয়ে রাখো॥