তুমি বৌ শুধু নও, ঘরের আলো

দিদি: তুমি বৌ শুধু নও, ঘরের আলো
এই আলোতে মেদের ঘরে
কেটে যাবে আঁধার কালো।

রাঙা হাতে সাদা শাঁখা
অন্নপূর্ণার আশিস-মাখা
কয় যেন না হয় ও-হাতে,
অম্লান থাক সিঁদুর মাথে।

এই চাই ভাই ঘরে পরে
পড়বে সবার সু-নজরে।
হাসিমুখে থাকবে সদা
কথায় হবে প্রিয়ম্বদা।
আলতা সিঁদুর নোয়া পরে
থাক তিন কুল আলো করে।

অরুন্ধতী তারার মত
থাক স্বামীর অনুত।
জানবে নাকো দুঃখ-শোক
অন্তে পাবে স্বর্গ-লোক।।

(১৪২)