তুমি হও মা, চির-আয়ুষ্মতী

মা: তুমি হও মা, চির-আয়ুষ্মতী
সাবিত্রী সমান সতী।
অচঞ্চলা লক্ষ্মী হয়ে
চিরকাল এই ঘরে রও।
শ্বশুর শাশুড়ীর আদরিণী
স্বামীর সুয়োরানী হও।
তোমায় পেয়ে বিধির বরে
যেন এ ঘর ধনে জনে ভরে।

সোনার পালঙ্কে নিদ্রা যাবে
রুপোর খাটে চুল শুকাবে।
কন্যা পাবে উমার মত
শিবের মত জামাই পাবে।
পাবে পুত্র ভীমার্জুনের মত
সদা থাকবে স্বামীর শরণগত।
পুত্র দিয়ে স্বামীর কোলে
দেহ রাখবে গঙ্গাজলে।
সিঁথেয় সিঁদুর, মুখে পান
আলতা পায়ে চির-এয়োতি
যায় সুখে দিন এক সমান।।

(১৪১)