তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি

তুমি যখন এসেছিলে
তখন আমার ঘুম ভাঙেনি
মালা যখন চেয়েছিলে
বনে তখন ফুল জাগেনি॥

আমার আকাশ আঁধার কালো
তোমার তখন রাত পোহালো
তুমি এলে তরুণ-আলো
তখন আমার মন রাঙেনি॥

ওগো রুদ্ধ ছিল মোর বাতায়ন
পূর্ণ শশী এলে যবে,
আঁধার-ঘরে একেলা জাগি
হে চাঁদ আবার আসবে কবে।

আজকে আমার ঘুম টুটেছে
বনে আমার ফুল ফুটেছে
ফেলে যাওয়া তোমারি মালায়
বেঁধেছি মোর বিনোদ-বেণী॥