উপল নুড়ির কাঁকন চুড়ি বাজে

উপল নুড়ির কাঁকন চুড়ি বাজে
বাজে ঘুম্তি নদীর জলে।
বুনো হাঁসের পাখার মত মন যে ভেসে’ চলে
সেই ঘুম্তি নদীর জলে॥

মেঘ এসেছে আকাশ ভ’রে—
যেন শ্যামল ধেনু চরে
নাগিনীর সম বিজলি-ফনা তুলে
নাচে, নাচে, নাচেরে।
মেঘ-ঘন গগন তলে॥

পাহাড়িয়া অজগর ছুটে আসে
ঝর্ ঝর্ বেনো জল্
দিয়ে করতালি
প’রে পিয়াল পাতার মাথালি
ছিটায় জল
গেঁয়ো কিশোরীর দল।

রিনিক, ঝিনিক, বাজে চাবি আঁচলে
কাল নাগিনীর মত পিঠে বেনী দোলে
তীর-ধনুক হাতে
বন-শিকারির সাথে
মন ছুটে যায় বনতলে॥