উৎসর্গ

উৎসর্গ
পরম স্নেহভাজন
শ্ৰীমান অনিলকুমার দাস
কল্যানীয়েষু-

শীত-জর্জর মনে এলে তুমি
নব ফাগুনের পাগল হাওয়া,
পাতা ঝরা বন হল উন্মন
পেল যেন বহু দিনের চাওয়া।
ঘুমাত শুষ্ক শাখে শঙ্কিত
নীরব ভিরু যে গানের পাখি
তোমারে হেরিয়া পাখা ঝাপটিয়া
চমকি জাগিয়া উঠিল ডাকি।
ঝরে ঝর্কর মর্মর-বাণী
মুক্ত-বন্ধ ঝর্না-তীরে,
তুমি ফিরাইতে এলে সুর-পুরে
শাপ-ভ্ৰষ্টা ঊর্বশীরে।
অজ্ঞাবাসে ছিল ফাগুনী,
তুমি সহদেব অনুজ সম
হাতে দিলে পুন গাণ্ডীব-ধনু
স্মরণ করালে অতীত মম!
তোমার আদরে যে ফুলগুলিরে
ফুটাইয়া তুলেছিনু নিরালা,
তাই দিয়া গাঁথি দিলাম তোমারে
আশিস আমার ‘গানের মালা’।

[শুভার্থী
নজরুল ইসলাম]