ভালো করেই জানি আমি, আছে এক রহস্য-লোক

ভালো করেই জানি আমি, আছে এক রহস্য-লোক,
যায় না বলা সকলকে তা ভালোই হোক কি মন্দ হোক।
আমার কথা ধোঁয়ায় ভরা, ভাঙতে তবু পারব না-
থাকি সে কোন গোপন-লোকে, দেখতে যাহা পায় না চোখ।

২৭