ভোর হলো, ওঠ জাগ মুসাফির, আল্লা-রসুল বোল

ভোর হলো, ওঠ জাগ মুসাফির, আল্লা-রসুল বোল
গাফ্‌লিয়াতি ভোল্ রে অলস্ আয়েশ আরাম্ ভোল্॥

এই দুনিয়ার সরাইখানায়
জনম্ গেল ঘুমিয়ে হায়
ওঠ রে সুখ-শয্যা ছেড়ে মায়ার বাঁধন খোল্॥

দিন ফুরিয়ে এলো যে রে দিনে দিনে তোর
দীনের কাজে অবহেলা কর্‌লি জীবন ভোর।
যে দিন আজো আছে বাকি
খোদারে তুই দিস্‌নে ফাঁকি
আখেরে পার হবি যদি পুল্ সেরাতের পোল্॥