বৃষ্টি ভেজা রাত

বৃষ্টি ভেজা রাত সোডিয়াম আলো
একটি কালো কুকুর একটি চা’র দোকান,
আর এক খানা বেঞ্চ নড়বড়ে
এমন রাতে বলো ফেরে কে ঘরে।

দুইটি দোয়েল দেখি চুপচাপ দাঁড়িয়ে
কত রোদ বৃষ্টি ঝরে,
সেইখানে শুয়ে ছিল একটি মানুষ
সে কি আজ ফিরেছে ঘরে।

ঘুমিয়ে আছে কত অগ্নিগিরি
বাতাসে ঘুমিয়ে থাকে ঝড়,
কালো কালো রাতে জেগে জেগে কাটে
পদ্মার বুকে ধুঁ ধুঁ চর।

কত ঝড় বেদনায় ভাঙছে হৃদয় তবু
মন খুঁজে ফেরে তার ঘর,
চেনা চেনা চেনা কত গল্প কবিতা
হুট করে হয়ে যায় পর।

রোজ রোজ লিখে যাওয়া ডায়েরির পাতা
কালকে মনে হয় পুরনো,
তবু আঁধারে ঘেরা এই জীবন আমার
অনকে স্মৃতি জড়ানো।

কন্ঠ: আগুন
কথা: আগুন, জাহিদ
সুর: জাহিদ