ভালোবাসা দিবসে

দিন যায় রাত আসে নিয়মের বেড়াজালে
স্বপ্নেরা উড়ে যায় রঙিন পাখা মেলে,
শূন্যতা হৃদয়ে পূর্ণতা হারায়ে
পথে পথে এসেছি ভালোবাসা ছড়ায়ে,
তবুও জীবন কাটে মিছেমিছি হেসে খেলে।

একা একা নিরালায় বসে,
ভাবি এই ভালোবাসা দিবসে, তোমাকে।

দু’টি মত দু’টি পথ ছোট ছোট অভিমত
দূর থেকে দূরে যায় ধূসর সীমানায়,
না বলা কথাগুলো হয়ে যায় এলোমেলো
অপলক চেয়ে থাকি বারে বারে পিছু ডাকি,
শিশিরের শুভ্রতা গোপন করে রাখি।

একা একা দিবসের শেষে,
ভাবি এই ভালোবাসা দিবসে, তোমাকে।

সময়ের ব্যবধান মুছে ফেলে পিছুটান
আঁধারের মাঝে আলো তুমিই শুধু জ্বালো,
কষ্টের আল্পনা হয়ে যাবে কল্পনা
এ হৃদয়ে বারে বার আশা জাগে ফিরে পাবার,
মেঘেরা উড়ে যায় স্বপ্নের নীলিমায়।

যদি ফিরে পাই অবশেষে ,
আজ এই ভালোবাসা দিবসে, তোমাকে।

কন্ঠ: এস. আই. টুটুল, তোনি, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, সাঈদ হাসান টিপু
সুর: রাজীব হোসেন