এ বড়ো আজব কুদরতি

এ বড়ো আজব কুদরতি।
আঠারে মোকামের মাঝে
জুলছে একটি রূপের বাতি।।

কিবা রে কুদরতি খেলা
জলের মাঝে অগ্নিজ্বলা
খবর জানতে হয় নিরালা
নীরেক্ষীরে আছে জ্যোতি।।

চুনি মণি লাল জহরে
সে বাতি রেখেছে ঘিরে
তিন সময় তিন যোগ সে ধরে
যে জানে সে মহারথী।।

থাকতে বাতি উজ্জ্বলাময়
দেখ না যার বাসনা হৃদয়
লালন কয় কখন কোন সময়
অন্ধকারে হবে বসতি।।

(সিদ্ধিদেশ)

আঠারো মোকাম: মানবদেহের আঠারোটি বিশেষ বিশেষ চক্র বা কেন্দ্র, নাড়ি।