এ কিরে সাঁইয়ের আজব লীলে

এ কিরে সাঁইয়ের আজব লীলে।
আমার বলতে ভয় হয়রে দেলে।।

আপনি নিরঞ্জন মণি
আপনি কুদরতের ধনী
কেবা তাঁর দোসর, পায় সে খবর
খোদার অঙ্গ কে খণ্ড করিলে।।

নুর টলে হলো নৈরাকার
নিরঞ্জনের স্বপ্ন কী প্রকার
দেখলো কি স্বপ্ন, হলো সে মগ্ন
কোনরূপ দেখে নিরঞ্জন ভোলে।।

দেখে সেই আজব সুরত
আপনি খুশি হলেন পাকজাত
ভেবে কয় লালন, সে হয় কোনজন
কারে দেখলেন সাঁই নয়ন খুলে।।

(সিদ্ধিদেশ)

আজব সুরত: আশ্চর্য চেহারা, শুরুর অতিমানবীয় গুণরাজী।