আজ আমায় কোপিন দে গো
ভারতী গোসাঁই।
কাঙ্গাল হবো মেঙ্গে খাবো
রাজরাজ্যের আর কার্য নাই।।
সদাই যদি নাহি পারি
ভিক্ষার ছলে বলব হরি
ঐ বাসনা মনে করি
হরির গুণ গাই ঠাঁইঅঠাঁই।।
সাধুশাস্ত্রে জানা গেলো
সুখ চেয়ে সোয়াস্তি ভালো
খাই বা না খাই রই নিষ্কলই
তাতে যদি মুক্তি পাই।।
স্বপ্নে যেমন রাজরাজ্য পাই
চেতন হলে সব মিথ্যা হয়
এমনি যেন সংসারময়
লালন বলে বুঝলাম তাই।।
(গৌরলীলা)