আবহায়াতের নদী কোনখানে

আবহায়াতের নদী কোনখানে।
আগে যাও জিন্দাপীরের খান্দানে
দেখিয়ে দিবে সন্ধানে।।

মাওলার মহিমা এমনি
সেই নদীতে হয় অমৃত পানি
ও তাঁর একরতি পরশে শুনি
অমর হবে সেইজনে।।

সেই সে নদীর পিছল ঘাটা
কতো চাঁদ কোটালে খেলছে ভাটা
দীন-দুনিয়ায় জোড়া একটা
মীন আছে তার মাঝখানে।।

আবহায়াতের কর্ম যে জন পায়
উপাসনার সীমা তারই হয়
সিরাজ সাঁইয়ের যে আদেশ হয়
অধীন লালন তাই ভণে।।

(স্থূলদেশ)

আবহায়াত: চিরন্তন নদী, অসীম নিপ্রবাহ, অসমি মনোলে বা গুরুর উর্ধ্বলোক থেকে জ্ঞানবর্ষন।