আছে দীন দুনিয়ার অচিন মানুষ একজনা

আছে দীন দুনিয়ার অচিন মানুষ একজনা।
কাজের বেলায় পরশমণি
কাজ ফুরালে কেউ চেনে না।।

নবি আলী এই দুজনে
কলমাদাতা দল আরফিনে
বেকলেমায় অচিনজনে
পীরের পীর হয় জানো না।।

যেদিন সাঁই ডিম্বভরে
ভেসেছিলেন একেশ্বরে
অচিন মানুষ এসে তাঁরে
দোসর হলো তৎক্ষণা।।

কেউ তাঁরে জেনেছে দড়ো
খোদার ছোট নবির বড়ো
লালন বলে নড়োচড়ো
সে নইলে কুল পাবা না।।

(নবিতত্ত্ব)

কুল আরেফিন: জ্ঞানীগণের বংশ, নবিবংশ।
দোসর: সহযোগী, বন্ধু, দ্বিতীয়জন।