আছে ভাবের তারা যে ঘরে।
সেই ঘরে সাঁই বাস করে।।
ভাব দিয়ে খোলো ভাবের তালা
দেখবি সেই মানুষের খেলা
ঘুচে যাবে মনের ঘোলা
থাকলে সে রূপ নিহারে।।
ভাবের ঘর কী কুদরতি
ভাবের লণ্ঠন ভাবের বাতি
ভাবের কীভাব হয় একরতি
অমনি সে রূপ যায় সরে।।
ভাব নইলে ভক্তিতে কী হয়
ভেবে বুঝে দেখে মনরায়
যার যে ভাব সে জানতে পায়
লালন কয় বিনয় করে।।
(প্রবর্তদেশ)