আগে গুরুরতি করো সাধনা

আগে গুরুরতি করো সাধনা।
ভববন্ধন কেটে যাবে
আসায়াওয়া রবে না।।

প্রবর্তের গুরু চিনো, পঞ্চতত্ত্বের খবর জানো
নামে রুচি হলে জীবের কেন দয়া হবে না।
প্রবর্তের কাজ না সারিতে, চাও যদি মন সাধু হতে
ঠেকবি যেয়ে মেয়ের হাতে, অল্পতে আর সারবে না।।

প্রবর্তের কাজ আগে সারো, মেয়ে হয়ে মেয়ে ধরো
সাধনদেশে নিশান গাড়ো, রবে ষোলআনা।
রেখো শ্রীগুরুতে নিষ্ঠারতি, ভজন পথে রেখো মতি
আঁধার ঘরে জ্বলবে বাতি, অন্ধকার রবে না।।

মেয়ে হয়ে মেয়ের বেশে, ভক্তি সাধন করে বসে
আদিচন্দ্র রাখো কসে, কখনো তারে ছেড়ো না।
ডোবো গিয়ে প্রেমানন্দে, সুধা পাবে দণ্ডে দণ্ডে
লালন কয় জীবের পাপ খণ্ডে, আমার মুক্তি হলো না।।

(প্রবর্তদেশ)

প্রবর্ত: শুরুলোকে প্রাথমিক সূচনা, আরম্ভ করা শুরু করা, যা প্রর্বর্তন করা হয় বা বাতলে দেয়া হয়,
আদিচন্দ্র: শুরুর আদি রূপ।