আগে কপাট মারো কামের ঘরে

আগে কপাট মারো কামের ঘরে।
মানুষ ঝলক দিবে রূপ নিহারে।।

হাওয়া, ধরো অগ্নি স্থির করো
যাতে মরিয়ে বাঁচিতে পারো
মরণের আগে মরো
শমন যাক ফিরে।।

বারে বারে করি মানা
লীলাবাসে বাস করো না
রেখো তেজের ঘর তেজিয়ানা
ঊর্ধ্ব চাঁদ ধরে।।

জানো না মন পারাহীন দর্পণ
তাতে হয় রূপ দরশন
অতিবিনয় করে বলছে লালন।
থেকো হুঁশিয়ারে।।

(সাধকদেশ)

হাওয়া: স্বাসপ্রশ্বাস।
তেজের ঘর: সূর্য বা আগুনের ঘর, নাভি মূল।
পারাহীন দর্পণ: মনের ভেতরের আকাশপট।