আগে মন সাজো প্রকৃতি

আগে মন সাজো প্রকৃতি।
প্রকৃতির স্বভাব ধরো সাধন করো
উর্ধ্ব হবে দেহের রতি।।

যে আছে ষড়দলে
সাধ তাঁর উল্টো কলে
যদি সে সাধনবলে যায় দ্বিদলে
উঠবে জ্বলে জ্যোতি।।

অনাত্ম নিবৃত্তি হলে
নিষ্ঠারতি বলে
কামব্রহ্মাণ্ড সাকার মূলে
উদয় হবে গুরুমূর্তি।।

বৈদিক এক সাধন আছে
তারে রাখো আগে পাছে
সেই সাধন করতে গেলে
গুরু হয় নিজপতি।।

তার পরে এক সাধন আছে
সে সাধন বড়োই বেজাতে
অধীন লালন বলে মনরে
আমার হবে কোন গতি।।

(সাধকদেশ)

ষড়দল: দ্বিদল, চতুর্দল, ষড়দল, দশমদল, দ্বাদশদল ও ষোড়শদল।