এই বেলা তোর মনের মানুষ

এই বেলা তোর মনের মানুষ
চিনে সাধন করো।
মানুষ পালাইবে দেহ ছেড়ে
পড়ে রবে শূন্য ঘর।।

ঘরের মধ্যে তোর তিন তের আর
কোন দরজা করেছে সার
ঘরের মধ্যে বাস্ত খুঁটি
সেইটা করগে মূলাধার।।

ডুবে থাকগে রূপসাগরে
বসত করগে যুতের ঘরে
লালন বলে, মনের মানুষ
চেনা হলো ভার।।

(সাধকদেশ)

মনের মানুষ: দেহমনে বিরাজমান গুরুসত্তা।