এই মানুষে সেই মানুষ আছে

এই মানুষে সেই মানুষ আছে।
কত মুনি-ঋষি-যোগী-তপস্বী
তাঁরে খুঁজে বেড়াচ্ছে।।

জলে যমন চাঁদ দেখা যায়।
ধরতে গেলে হাতে কে পায়
আলক মানুষ অমনি সদাই
আছে আলকে বসে।।

অচিন দলে বসতি যাঁর
দ্বিদল পদ্মে বারাম তাঁর
দল নিরূপণ হবে যাহার
সে রূপ দেখবে অনা’সে।।

আমার হলো বিভ্রান্ত মন
বাইরে খুঁজি ঘরের ধন
সিরাজ সাঁই কয় ঘুরবি লালন
আত্মতত্ত্ব না বুঝে।।

(সাধকদেশ)

আলক মানুষ: প্রতিটি মানুষে প্রপ্ত মূলসা, নিরাকারে নূর মোহাম্মদ তথা সূক্ষ্ম আলোক দেহ।