এই সুখে কি দিন যাবে

এই সুখে কি দিন যাবে।
একদিন হুজুরে হিসাব দিতে যে হবে।

হুজুরে মন তোর আছে কবুলতি
তা কি মনে পড়ে না সেটি
বাকির দায় কখন, আসিয়ে শমন
তিলকে তরঙ্গ তুফান ঘটাবে।।

আইনমাফিক নিরিখ দিতে মন
কেন এতো আড়িগুড়ি তোর এখন
পত্তন যে সময় হইলে জমায়
নিরিখ ভারি কি পাতলা দেখো নাই ভেবে।।

ছাড়া ছাড়ো ও মন ছাড়োরে বিকার
সরল হয়ে জোগাও রাজকর
এবার ফলে বাকি উপায় কৈ আর দেখি
লালন বলে দায়মাল হবি মন তবে।।

(প্রবর্তদেশ)

কবুলতি: অঙ্গীকার।
তিলকে: মূহর্তে, যে কোনও সময়।
তরঙ্গ তুফান: শ্বাস ক্রিয়া থামিয়ে যখন গুরু দৈহিক মৃত্যু ঘটান।