আইন সত্য মানুষবর্ত করো এইবেলা।
ক্রমে ক্রমে হৃৎকমলে
খেলবে নূরের খেলা।।
যে নাম ধরে চলেছ ভবে
সেই নামেতে যেতে হবে
একে শূন্য দশ হইবে
নয় দশে নব্বই মিলা।।
নয়-এ চার শূন্য দিলে
নব্বই হাজার কয় দলিলে
সেসব শূন্য মুছে ফেলিলে
শুধুরে নয়ের খেলা।।
নয় হতে আট বাদ দিলে
এক থাকে তার শেষকালে
লালন বলে বোঝে সকলে
সেইটি স্বরূপ রূপের ভেলা।।
(প্রবর্তদেশ)