আজগুবী বৈরাগ্য লীলা দেখতে পাই

আজগুবী বৈরাগ্য লীলা দেখতে পাই।
হাতে বানানো চুল দাঁড়ি জট
কোন্‌ ভাবের ভাবুকরে ভাই।।

যাত্রার দলেতে দেখি
বেশ করিয়ে হয়রে যোগী
তেমন কত জাল বৈরাগী
বাসায় গেলে কিছুই নাই।।

ফকির ও বৈষ্ণবের তরে
ভক্তিকে ভর্ৎসনা করে
এরা কী বুঝে বেহাল পরে
বললে কিছু শুনতে চাই।।

জানি এই কলির শেষে
আর কত রঙ উঠবে দেশে
লালন ভেড়ার দিন গিয়েছে
যে বাঁচো সে দেখবে তাই।।

(স্থূলদেশ)