আকার কি নিরাকার সাঁই রাব্বানা

আকার কি নিরাকার সাঁই রব্বানা।
আহাদ আর আহামদের বিচার হলে
যায় জানা।।

আহামদ নামে দেখি
মিম হরফ লেখে নফি
মিম গেলে আহাদ বাকি
আহামদ নাম থাকে না।।

খুদিতে বান্দার দেহে
খোদা সে আছে লুকায়ে
আলেফে মিম বসায়ে
আহামদ হলো সে না।।

এই পদের অর্থ ঢুঁড়ে
কারো জ্ঞান বসবে ধড়ে
সবাই বলে লালন ভেড়ে
ফাকড়ামো সাঁই বোঝে না।।

(সাধকদেশ)

নফি: না করা, নাচক করা, ত্যাগ।