একবার চাঁদ বদনে বল রে সাঁই

একবার চাঁদ বদনে বলরে সাঁই।
বান্দার একদমের ভরসা নাই।

কি হিন্দু কি যবনের বালা
পথের পথিক চিনে ধর এই বেলা
পিছে কাল-শমন আছে সর্বক্ষণ
কোনদিন বিপদ ঘটাবে ভাই।।

আমার বিষয় আমার বাড়িঘর
সদাই এই রবে দিন গেলরে আমার
বিষয় বিষ খাবা সে ধন হারাবা
শেষে কাঁদলে কী আর শোনবে তাই।।

নিকটে থাকিতেরে সে ধন
বিষয় চঞ্চলাতে খুঁজলে না এখন,
অধীন লালন কয়, এ ধন কোথায় রয়
আখেরে খালি হাতে সবাই যাই।।

(প্রবর্তদেশ)