আলিফ লাম মিমেতে কোরান

আলিফ লাম মিমেতে কোরান
তামাম শোধ লিখিছে।।

আলিফ আল্লাজী, মিম মানে নবি
লামের হয় দুই মানে,
এক মানে শরায় প্রচার
আরেক মানে মারফতে।।

দরমেয়ানি লাম, আছে ডান বাম
আলেফ মিম দুইজনে,
যখন গাছ বীজ অঙ্কুর এইমতো ঘুর
আমি না পারি বুঝিতে।।

ইশারার বচন কোরানে যেমন
হিসাব করো এই দেহেতে
পাবি লালন সব অন্বেষন
ঘুরিসনে ঘোরপথে।।

(নবিতত্ত্ব)

আলিফ লাম মিম: আলে মোহাম্মদ, সর্বযুগে মোহাম্মদের বংশধরগণ, সর্বকালে উপস্থিত একজন সম্যক গুরু।
দরমেয়ানি লাম: মধ্যবর্তী লাম, মোহাম্মদের আল অর্থাৎ বংশগণ, গুরুকূল।
মিম: মোহাম্মদের প্রতীক হরফ।
নবি: সত্যের সংবাদদাতা, মহাপ্রভু, মুক্তমহাপুরুষ।