আল্লাহ বল মন রে পাখি

আল্লা বল মনরে পাখি
ভবে কেউ কারো নয় দুঃখের দুখী।।

ভুলো নারে ভব ভ্রান্ত কাজে
আখেরে এসব কাণ্ড মিছে
ভবে আসতে একা যেতে একা
এ ভব পিরিতের ফল আছে কী।।

হাওয়া বন্ধ হলে সম্বন্ধ কিছুই নাই
বাড়ির বাহির করেন সবাই
মনরে কেবা আপন পর কে তখন
দেখে শুনে খেদে ঝরে আঁখি।।

গোরের কিনারে যখন লয়ে যায়
কাদিয়ে সবাই জীবন হত্যজতে চায়
লালন বলে কারো গোরে কেউ না যায়
থাকতে হয় একাকী।।

(প্রবর্তদেশ)