আমার দেখে শুনে জ্ঞান হলো না

আমার দেখে শুনে জ্ঞান হলো না
কী করিতে কী করিলাম
দুগ্ধেতে মিশালীম চোনা।।

মদনরাজার ডঙ্কা ভারী
ছিলামরে তাঁর আজ্ঞাকারী
যাঁর মাটিতে বসত করি
চিরদিন তাঁরে চিনলাম না।।

রাগের আশ্রয় নিলেরে মন
কী করিতে পারে মদন
আমার হল কামলোভী মন
হলাম মদনরাজার গঠরী টানা।।

উপর হাকিম একই দিনে
বিচার করবে নিজগুণে
দিনের অধীনে লালন ভণে
গেলো না মনের দোটানা।।

(সাধকদেশ)