আমার মনের বাসনা
আশা পূর্ণ হল না।।
দাসী হবো যুগল পদে
সাধ মিটাবো ঐ পদ সেধে
বিধি বৈমুখ হলো তাতে
দিল সংসার যাতনা।।
বিধাতা সংসারের রাজা
আমায় করে রাখলেন প্রজা
করো না দিলে দেয়গো সাজা
কারো দোহাই মানে না।।
পড়ে গেলাম বিধির বামে
ভুল হলো মোর মূলসাধনে
লালন বলে এই নিদানে
মুশির্দ ফেলে যেও না।।
(প্রবর্তদেশ)