আমারে কি রাখবেন গুরু চরণদাসী

আমারে কি রাখবেন গুরু চরণদাসী।
ইতরপনা কার্য আমার
ঘটে অহর্নিশি।।

জঠর যন্ত্রণা পেয়ে
এসেছিলাম করার দিয়ে
সে সকল গিয়াছি ভুলে
এ ভবে আসি।।

চিনলি না মন গুরু কী ধন
জানলি না তাঁর সেবা সাধন
ঘুরতে বুঝি হলরে মন
ভূবন চুরাশী।।

গুরু যার আছে সদয়
শমন বলে তাঁর কিসের ভয়
লালন বলে মনরে আমায়
করলি দোষী।।

(প্রবর্তদেশ)

জঠর যন্ত্রণা: মাতৃগর্ভে ভ্রূণ অবস্থা থেকে বৃদ্ধি পেয়ে পিণ্ডাকার হতে হতে সপ্তম মাসে চেতনরূপে আপন রবের সঙ্গে সাক্ষাৎ এ আলাপ।
করার: প্রতিশ্রুতি, ওয়াদা, অঙ্গীকার।