আমি বাঁধি কোন মোহনা

আমি বাধি কোন মোহনা।
আমার দেহনদীর বেগ গেলো না।।

নদীতে নামি নামি আশা
করি মাঝখানে সাপের হাড়ি
কুমিরেরই খানা;
ছয় কুমিরেই যুক্তি করে
ঐ নদীতে দিচ্ছে হানা।।

কালিদার পূর্ব ঘাটে
তিননালে এক ফুল ফুটে
সে ফুল তুলতে যেও না;
সে ফুল তুলি তুলি আশায়
ছয় পাগলের গোল গেলো না।।

বে-যোগেতে চান করিতে যায়
সে তো মানুষ মরা খায়
সে ঘাটের হুন্দি জানে না;
লালন কয় সে ঘাটে ইরিপু
আমি তাঁরে চিনি না।।

(সাধকদেশ)