আমি তো নইরে আমার সকলই পর
আমি আমার না।।
কার কাছে কইরে আমি
আমি বলতে আমার না।।
আমি যদি আমার হতাম
কুপথে নাহি যেতাম
সরল পথে থেকে মন
দেখতাম আপন কলকারখানা।।
আমি এলাম পরে পরে
পরের নিয়ে বসত করে
আজ আমার কেউ নাইরে
পরের সঙ্গে দেখাশোনা।।
পরে পরে কুটুমতালি
পরের সঙ্গে দিন কাটালি
ভেবে কয় ফকির লালন
ভাবলাম পরের ভাবনা।
(সাধকদেশ)