এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা

এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা।
শুদ্ধ বাকির দায় যাবি যমালয়
হবে রে কপালে দায়মাল ছাপা।।

কীর্তিকর্মা সেহি ধনী
অমূল্য মাণিক মণি
তোরে করে ছিলেন কৃপা;
সে ধন এখন, হারালিরে মন
এমনি তোর কপাল বদলোফা।।

আনন্দবাজারে এলে
ব্যাপারে লাভ করব বলে
এখন সারলে সে দফা;
কুসঙ্গের সঙ্গে মজে কুরঙ্গে
হাতের তীর হারায়ে হলিরে ফ্যাপা।।

দেখলিনে মন বস্তু ঢুঁড়ে
কাঠের মালা নেড়ে চেড়ে
শুধুই নাম জপা;
লালন বলে হায় কী হবে উপায়
বৈদিকে রইল জ্ঞানচক্ষু ঝাপা।।

(সাধকদেশ)

বৈদিক: পুরুধ্যানের মাধ্যমে আপন দেহের ভেতরে মানসিক ভ্রমণ না করে বাইরের কাগুজে সুজান তথা বই-পুঁথি পড়ে বিভ্রান্ত থাকা, মূলসত্যকে না জানা। বিভ্রান্ত অবস্থা।