আপনারে আপনি রে মন না জান ঠিকানা

আপনার আপনিরে মন না জান ঠিকানা।
পরের অন্তর কোটি সুমুদ্দুর
কীসে যাবে জানা।।

পর বলতে পরমেশ্বর
আত্মারূপে করে বিহার
দ্বিদলে বারামখানা;
শতদল সহস্রদলে
তার অনন্ত করুণা।।

কেশের আড়েতে যৈছে
পাহাড় লুকায়ে আছে
দর্শন হলো না;
হেঁট নয়ন যার, নিকটে তার
সিদ্ধি হয় কামনা।।

সিরাজ সাঁই বলেরে লালন
গুরুপদে ডুবে আপন
আত্মার ভেদ করলে না;
আত্মা আর পরমাত্মা
ভিন্ন ভেদ জেনো না।।

(প্রবর্তদেশ)

যৈছে: যেরূপ, যেভাবে।