আপন আপন চিনেছে যে জন।
দেখতে পাবে সেই রূপেরই কিরণ।।
সেই আপন আপন রূপ
সে বা কোন স্বরূপ
স্বরূপেরই সেই রূপ
জানিও করণ।।
সেই আপনা মোকাম জানিয়ে প্রধান
যে জানে সেই মোকামেরই সন্ধান
করে মোকামেরই সাধন
উজ্জ্বলা তাঁর এই ত্রিভুবন।।
সেই ঘরের অম্বেষণ জানে যে জন
ঘরের মধ্যে আছে লতিফা ছয়জন
ঘরে আছে পাক পাঞ্জাতন, ওরে আত্ম পঞ্চজন
আত্মায় আত্মার করে ভজন।।
সেই রসিকের মন রসেতে মগন
সেই রূপরসেতে যে জন দিয়েছে নয়ন
ফকির লালন কয় আমি আমাতে হারাই
আমি বিনে আমার সকল অকারণ।।
(সাধকদেশ)