আপন খবর না যদি হয়।
যার অন্ত নাই
তাঁর খবর কে পায়।।
আত্মারূপে কেবা
ভাণ্ডেতে করে সেবা
দেখ দেখ যে
হও মহাশয়।।
কেবা চালায় হারে
কেবা চলেফেরে
কেবা জাগে পড়ে
কেবা ঘুমায়।।
অন্য গোলমাল ছাড়
মনরে আত্মতত্ত্ব ঢোঁড়
লালন বলে তত্ত্ববিদের
কার্য নয়।।
(প্রবর্তদেশ)