আর কি আসবে সেই গৌর চাঁদ

আর কি আসবে সেই গৌর চাঁদ
এই নদীয়ায়।
সে চাঁদ দেখলেগো সখি
তাপিত প্রাণ শীতল হয়।।

চাতকরূপ পাখি যেমন
করে সে প্রেম নিরূপণ
আছি তেমন প্রায়, কারে বা শুধাই
সে-চাঁদের উদ্দিশ কে কয়।।

একদিন সে চাঁদ গৌরাঙ্গ
গোপীনাথতলায় গেলো
হারায় সেথায়, সোনার নদীয়ায়
সেই হতে অন্ধকার হয়।।

গৌরাদ এই সচক্ষে
যে জনা একবার দেখে
দুঃখ দূরে যায়, ভজনহীন তাই
লালন কি তা জানতে পায়।।

(গৌরলীলা)