আর কি পাশা খেলবোরে

আর কি পাশা খেলবোরে
আমার জুড়ি কে আছে।
খেলার পাশা যাওয়াআসা
আমার খেলার দিন গিয়েছে।।

অষ্টগুটি রইলো কাঁচা
কী দিয়ে আর খেলবো পাশা
ভবকূপে পাই যে সাজা
সাজাই আখের হতেছে।।

পরের সঙ্গে জন্মাবধি
পাশাখেলায় রইলাম বন্দি
ভবকূপে দিবারাত্রি
কতই ঢেউ মোর উঠতেছে।।

সিরাজ সাঁই কয় ভাঙ্গরে খেলা
অবহেলায় গেলো বেলা
লালন হলি কামে ভোলা
পাশা ফেলে যাও দেশে।।

(সাধকদেশ)