আর তো কালার সেভাব নাইকো সই

আর তো কালার সেভাব নেইকো সাই
সে না ত্যাজিয়ে মদন প্রেমপাথারে
খেলছে সদাই প্রেম ঝাঁপুই।।

আগোর চন্দন ভূষিত সদাই
সেই কালাচাঁদ ধুলাতে লুটায়
থেকে থেকে বলছে সদাই
সাঁই দরদী কই গো কই।।

সংশুক বিরিঞ্চি আদি যার
আঁচলা ঝোলা গেরুয়া কৌপিন সার
প্রভু শেষ লীলা করিলে প্রচার
আনকা আইন দেখ না ওই।।

বেদ বিধি ত্যাজিয়ে দয়াময়
কি নতুন ভাব আনলেন নদীয়ায়
অধীন লালন বলে আমি সেই
ভাব জানিবার যোগ্য নই।।

(কৃষ্ণলীলা)

আঁচলা ঝোলা: কাপড়ের তৈরি সাধুদের বিশেষ ধরনের কোলা।
গেরুয়া কৌপিন: গেরুয়া রঙের বস্ত্র বিশেষ যা সাধুরা পরিধান করেন।
বিরিঞ্চি: ব্রুহ্মা।
বেদ বিধি: শাস্ত্রবার, প্রচলিত অনুষ্ঠানবাদী ধর্মাচার।