আশেক বিনে ভেদের কথা কে আর বোঝে

আশেক বিনে ভেদের কথা কে আর বোঝে।
শুধালে খলিফা সবে রসুল বলেছে।।

মাশুকের যে হয় আশেকী
খুলে যায় তাঁর দিব্য আঁখি
নফস আল্লা নফস নবি
দেখবি অনা’সে।।

যে মুর্শিদ সেই রসুলউল্লা
সাবুদ কোরান কালামউল্লা
যে জন আশেকে বরিলে আল্লা
তাও হয় সে।।

মুর্শিদের হুকুম মান
দায়েমী নামাজ জান
রসুলের এই ফরমান
লালন তাই রচে।।

(স্থূলদেশ)

আশেক: প্রেমিক, ভক্তজন।
মাশুক: প্রেমাস্পদ।
দায়েমী নামাজ: সার্বক্ষণিক ধ্যানযোগ।
আত্মদর্শনের উদ্দেশ্যে শিরিক থেকে মুক্ত হতে সপ্ত ইন্দ্রিয়ের মাধ্যমে আগত বিষয়রাশি বা ধর্মরাশির উপর দায়েমি সালাত পালনের প্রক্রিয়া।