আশেকে গঠলো বিহারী

আশেকে গঠলো বিহারী।
জ্ঞানের বাতি শীঘ্ৰ গড়ি
জ্বালাও অতি তাড়াতাড়ি।।

আশেকের মাশুক যারা
যোগে জেগে দেয় পাহারা
সাধনে নুর সিতারা
উজানে চালায় তরী।।

সাধন সাগরের ধ্যানে
বেয়ে যাও মন ধীরে ধীরে
গুরুরূপটি সঙ্গে করে
দেখতে পাবি রূপ তাহারি।।

চন্দ্রবানকে করলে সাধন
ফানা দিবেন সাঁই নিরঞ্জন
সিরাজ সাঁই কয় শোনরে লালন
সামান্যে কি হয় ফকিরী।।

(সাধকদেশ)