আয় চলে আয় দিন বয়ে যায়

আয় চলে আয় দিন বয়ে যায়
যাবি যদি নিত্য ভুবনে।
সংসার অসার কেন ভুলে আছো
মায়ার বন্ধনে।।

বুঝে দেখো ভাই সকলই অনিত্য
নবি নামে স্বয়ং সনাতন সত্য
সেই নামে অধমে ভাবে
শান্তি পাই পাপজীবনে।।

বিকট শমন সতত নিকটে
পদে পদে তোমায় ঘিরে হে সংকটে
বিপদে আপদে পাপী নিরাপদে
হয়ে কেন স্মরণে।।

ধরো ধরো ভাই নবি প্রাণকান্তে
নিরাপদ হবে জীবন অন্তে
ভয় নাই শমন সেথায় লালন
হবে নিত্যসুখে সুখী যেখানে।।

(স্থূলদেশ)