বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে

বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে।
গুরুগত প্রেমের প্রেমিক না হলে
সে ধন পায় নারে।।

একই স্কুলে পড়ে দশজনা
গুরুমনের এই বাসনা
সব সমান করে
কেউ পিছে এসে আগে গেলো
পরীক্ষায় চিনা যায় তারে।।

বাংলা কিতাব কতোইজনে পড়ে
আরবী-ফারসি-নাগরী বুলি
আবার শিখবি যদি নাগরী বুলি কে বুঝিতে পারে
বাংলা নেও গা পাশ করে।।

বিশ্বম্ভর বিষপান করে
তাড়কায় করে বিছা হজম কাকে কি পারে
ফকির লালন বলে রসিক হলে
বিষ খেয়ে হজম করে।।

(প্রবর্তদেশ)

বিশ্বম্ভর: কৃষ্ণের অপর নাম।