বিষম রাগের করণ করা

বিষম রাগের করণ করা।
চন্দ্রকান্ত যোগ মাসান্ত
জানে কেবল রসিক যাঁরা।।

ফণির মুখে রসিক বসে
আছে সদাই নির্ভয় হয়ে
হুতাশন শীতল করিয়ে
অনালেতে দিয়ে পারা।।

যোগমায়া রূপ যোগের স্থিতি
দ্বিদলে হয় তার বসতি
জান যদি কোন ব্যক্তি
হতে হয় সে জ্যান্ত মরী।।

সিরাজ সাঁই দরবেশে বলে
লালন ডুবে থাক নীর সিন্ধুজলে
তাতে অঙ্গ শীতল হলে
হবি চন্দ্রভেদী রসিক তোরা।।

(সাধকদেশ)

চন্দ্রকান্ত: চন্দ্রালোক, পূর্ণিমা।
যোগ মাসান্ত: প্রতি মাসে প্রকৃতি ঐ দেহমধ্যে মূলসত্তার সাথে সংযোগের ধান বিশেষ।
হুতাশন: স্নান।
দ্বিদল: দুচোখের মধ্যবর্তী কপালে তৃতীয় চক্ষু অবস্থিত।