বলিরে মানুষ মানুষ এই জগতে

বলিরে মানুষ মানুষ এই জগতে।
কী বস্তু কেমন আকার
পাইনে দেখিতে।।

যে চারে হয় ধড় গঠন
আগমেতে আছে রচন
ঘরের মাঝে কোনজন
হয় তাই জানতে।।

এই মানুষ না যায় চেনা
কি বস্তু কেমন জনা
নৈরাকার নিরঞ্জনা
যাই না তারে চিনতে।।

মূল মানুষ এই মানুষে
ছাড়াছাড়ি কতটুকু সে
সিরাজ সাঁই কয় লালনরে
বোঝ তা সত্য অনন্তে।।

(সাধকদেশ)

ধড়: দেহভাণ্ড।