বনে এসে হারালাম কানাই।
কী বলবে যেশোদা মায়
খেললাম সবে লুকোলুকি
আবার হলো দেখাদেখি
মোদের কানাই গেলো কোন মুলুকি
খুঁজে নাহি পাই।।
ছিদাম বলে নেবো খুঁজে
লুকাবে কোন বন মাঝে
বলাই দাদা বলি বুঝে
দেখা দে না ভাই।।
সুবল বলে প’লো মনে
বলেছিলো একদিনে
কানাই যাবে গুপ্ত বৃন্দাবনে
আজ গেলেন বুঝি তাই।।
খুঁজে খুঁজে হলাম সারা
কোথায় গেলি মনচোরা
আর বুঝি দিবি না ধরা
লালন বলে কী হলো হায়।।
(গোষ্ঠলীলা)
ছিদাম: শ্রীকৃষ্ণের কনিষ্ঠ ভ্রাতা।
সুবল: শ্রীকৃষ্ণের জ্যৈষ্ঠ ভ্রাতা।