বড় নিগূমেতে আছেন সাঁই।
যেখানেতে আছে মানুষ
সেথা চন্দ্রসূর্যের বারাম নাই।।
চন্দ্রসূর্য যে গড়েছে
ডিম্বুরূপে সেই ভেসেছে
একদিনে হিল্লোল এসে
নিরঞ্জনের জন্ম হয়।।
হাওয়াদ্বারী দেল কুঠরি
মানুষ আছে শূন্যপুরী
শূন্যকারে শূন্য বারি
মানুষ রয় মানুষের ঠাঁই।।
আত্মতত্ত্ব পরমতত্ত্ব
বৃন্দাবনে নিগূঢ় অর্থ
লালন বলে নিগুঢ় পদার্থ
সেই ধামেতে মানুষ নাই।।
(সাধকদেশ)
নিগুম: গুঢ়়, গোপন, রহস্যময়।
সাঁই: স্বামী, সম্যক গুরু, পরমপুরুষ।।